কাঠালবাড়ী উচ্চ
বিদ্যালয়, মাদারীপুর জ়েলার শিবচর উপজ়েলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে
১৯৬১ সাল থেকে
শিক্ষা বিস্তারে অগ্রণী
ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে।
তারই ধারাবাহিকতায় বিগত ২০২৩ ইং সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ ও শতভাগ পাসসহ
সমগ্র উপজেলায় প্রথম স্থান, ২০২৪ ইং সালে জিপিএ-৫ ও শতভাগ পাসসহ উপজেলায় ২য় স্থান
ও ২০২৫ ইং সালে ৯টি জিপিএ-৫ সহ ফলাফলে একটি অভুতপূর্ব দৃস্টান্ত স্থাপন করে আসছে । প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু
পুঁথিগত বিদ্যা
ও কাগজি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও
নৈতিক মূল্যবোধের জাগরণ
ঘটানোর চেষ্টা করে
চলেছে। যার ফলস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজ
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ
পরিচালনার রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি,
সাহিত্যিক, আইনজিবি, লেখক, দেশ ও
দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠান ও
সংগঠনের অন্যতম
ব্যক্তি হিসেবে
তাদের দ্বায়িত্ব পালন
করে চলেছেন। বিদ্যালয়ের প্রতি প্রাক্তন ছাত্রদের রয়েছে অদম্য ভালোবাসা। করোনাকালীন সময়ে তারা দুঃখী, অসহায়, অসুস্থ
মানুষের পাশে
থেকেছে। বিদ্যালয়ের বিভিন্ন দিবস
উদ্যাপনে
শিক্ষকদের পাশাপাশি থেকে কাজ করে
চলেছে।